নামঃ- হলুদ হিমু কালো র্যাব।
লেখকঃ- হুমায়ূন আহমেদ।
ক্যাটাগরিঃ- উপন্যাস।
প্রকাশনীঃ- অন্যপ্রকাশ।
বুক রিভিউঃ- হিমু সিরিজের প্রতিটি গল্পে ‘হিমু‘ পুলিশের হাতে গ্রেফতার হওয়া, হাজত বাস করা এগুলো হিমুর নিত্যদিনের ব্যাপার। কিন্তু এই গল্পে তা ব্যতিক্রম। এইবার হিমু পরে র্যাবের হাতে। কিন্তু হিমু তো আর হিমু। তার কাছে পুলিশ আর র্যাব সবাই সমান। তার কাজ হচ্ছে সবাইকে বিভ্রান্ত, চমকে দেয়া, রসিকতা করা। তো সেদিক থেকে র্যাবও বাদ যাবে কেন। তাই র্যাব যখন তাকে ধরে নিয়ে গিয়ে তার সাথে কথা বলল তখন সে র্যাবকেও চকমে দিতে শুরু করলো। র্যাব হিমুর বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করলো, কিন্তু সবাই বললো পাগলকে ধরে কি লাভ, ছেড়ে দিন। তো র্যাব যখন হিমুকে ছেড়ে দিলো তখন হিমু উপস্থিত হলো তার মাজেদা খালার বাসায়। সেখানে গিয়ে দেখে মাজেদে খালা এক চাইনিজ মেয়ে বাসায় তোলেছেন। সে নাকি তার পা টিপে দেয়। তার নাম হু’সি। এখন মাজেদা খালা ওই চাইনিজ মেয়ের সাথে হিমু বিয়ে দিবেন বলে মনে মনে ঠিক করেন। এদিকে হিমুর খালু সাহেব এই বয়সে এসে ‘ফ্লাওয়ার‘ নামের একটি মেয়ের প্রেমে পড়ে যান। এই নিয়ে অনেক কান্ড। কিছুদিন পর আবার র্যাব হিমুকে ধরে নিয়ে যায়। তারপর হলো সেটা আমি বলছি না। র্যাব কি হিমুকে ক্রসফায়ার করল? নাকি হু’সির সাথে বিয়ে হলো? তাছাড়া হিমুর খালু আর ফ্লাওয়ার নামের মেয়েটির কী হলো? তো এই গুলো জানতে হলে আপনাকে উপন্যাসটি পড়তে হবে। হিমু সিরিজের সব বইগুলোই আমার ভালো। এই উপন্যাসটা আমার কাছে দারুন লেগেছে। আপনি চাইলে পড়তে পারেন। আশা করি আপনার ভালো লাগবে।
লেখাঃ- দিগ্বীজয় চক্রবর্তী।