নামঃ- তন্দ্রাবিলাস।
লেখকঃ- হুমায়ূন আহমেদ।
ক্যাটাগরিঃ- রহস্যময় উপন্যাস (মিসির আলী)
প্রকাশনীঃ- অন্বেষা প্রকাশন।
বুক রিভিউঃ- মিসির আলী সমগ্র মানেই রহস্যময় গল্প। মিসির আলী সমগ্রের কোনো বই একটা পড়তে শুরু করলে গল্পটা শেষ না করা পর্যন্ত বইটা হাত ছেড়ে দিতে ইচ্ছে করে না। তেমনি একটি গল্প হলো “তন্দ্রাবিলাস”। মিসির আলীর গল্পে সবচেয়ে মজার বিষয় হলো যখন মিসির আলী রহস্যটা খুঁজে বার করেন, এই গল্পটি ব্যতিক্রম নয়। সায়রা বানু নামের একটি মেয়ে যাকে পরবর্তীতে চিত্রা নামে পরিচয় দেওয়া হয়েছে। চিত্রা মেয়েটির অদ্ভুত ক্ষমতা হলো সে স্বপ্নে যাই দেখে তাই সত্যি হয়ে যায়, আর সে তার নিজের ইচ্ছে মতো স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে। এই মেয়েটি মিসির আলী সাহেবে কাছে নানান ধরনের অদ্ভুত সব কথা নিয়ে। মিসির আলী তাকে প্রথমে তার বাড়িতে থাকতে দিলেও দশদিন পড়ে তাকে চলে যেতে বললেন। মেয়েটি চলে গেল কিন্তু তার ব্যাগ মিসির আলীর ঘরে রেখে গেল। মিসির আলী মেয়েটির ব্যাগে থেকে একটি অদ্ভুত চিঠি পান। এই চিঠিটা তারপর তিনি চিন্তা করলেন যে মেয়েটি তাকে যা বলেছে তা কি সব সত্যি? না কি মিথ্যা? মেয়েটির নাম কি আসলেই চিত্রা? না কি অন্য কিছু? তো এইসব রহস্যময় ঘটনা নিয়ে এই গল্পটি। এইসব ঘটনার মধ্যে দিয়ে লেখক অনেক মূল্যবান কথা তোলে ধরেছেন। আমার মতে বইটা একটি অসাধারণ বই। তো আপনি যদি রহস্যময় গল্পগুলো পড়তে ভালোবাসেন তাহলে এই বইটা পড়তে পাড়েন।